ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাগেরহাটে কালবৈশাখী : ২০ ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড

টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে কালবৈশাখী : ২০ ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় অন্তত তিন জন আহত হয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে কালবৈশাখীতে এসব ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

শনিবার সকালে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

 

বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) সাজেদা বেগম শুনু বলেন, শুক্রবার সন্ধ্যায় মূষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে ওই বাতাসে আনোরডাঙ্গা বাজারের ২৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ২০টি সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায়। কালবৈশাখী এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল।

 

ঝড়ে ওই ব্যবসায়ীদের অন্তত সাতটি দোকান পাশের খালে পড়ে রয়েছে। ঝড়ে টিনের চাল ও কাঠের বেড়া উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে বাজারের ব্যবসায়ীদের দোকানের চাল, ডাল, আটা, ময়দা ভিজে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতির কথা প্রশাসনকে জানানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/১ মে ২০১৫/টুটুল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়