ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ঘরমুখো মানুষের দুর্ভোগ হলে সড়ক বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা’

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৭ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঘরমুখো মানুষের দুর্ভোগ হলে সড়ক বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা’

সড়ক পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, সাভার : সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতায় ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

 

তিনি দাবি করেন, ‘বর্তমানে সড়কের অবস্থা তেমন খারাপ নয় । এই অবস্থায় মানুষের দুর্ভোগ হবে না। যত্রতত্র পার্কিং ও যানবাহনের চালকরা সচেতন হলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে।’

 

তিনি আরো বলেন, ‘সড়ক চলাচল উপযোগী হলেও ফিটনেসহীন গাড়ির কারণে মানুষকে যানযটে পড়তে হয়। কিন্তু পুলিশকে বার বার বলা সত্ত্বে ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ করতে পারছে না তারা।’

 

এ সময় তিনি আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক চার লেনে উন্নীত করার ঘোষণা দেন।

 

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

 

রাইজিংবিডি/সাভার/৭ জুলাই ২০১৫/সাফিউল ইসলাম সাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়