ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাকিমপুরে ইউএনওকে অবাঞ্চিত ঘোষণা

হালিম আল রাজী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৪ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাকিমপুরে ইউএনওকে অবাঞ্চিত ঘোষণা

হিলি প্রতিনিধি : পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বিভিন্ন উন্নয়নমুলক কাজে অনিয়ম, দুর্নীতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তার সব অনুষ্ঠান বয়কটের ঘোষণাও দিয়েছে তারা ।

 

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সবাইকে জানানো হয়।

 

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ হারুন রাইজিংবিডিকে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য বরাদ্দকৃত অর্থ আতœসাতের বিষয়ে আদিবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও  বিভিন্ন উন্নয়নমুলক কাজে অনিয়ম, দুর্নীতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/হিলি/১৫ জানুয়ারি ২০১৬/হালিম আল রাজী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়