ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাঞ্ছারামপুরে পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৩১ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঞ্ছারামপুরে পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন।

 

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

 

নিহত ব্যক্তিরা হলেন উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)।

 

আটককৃতরা হলেন সুরুজ মিয়া (৬৭), সুজিত মিয়া (২৫), মো. শাহআলম (৪০) এবং মো. রহমত উল্লাহ (৬৭)।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম এবং সিদ্দিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১৫-২০ দিন আগে সিদ্দিক মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে উচ্চ স্বরে গান বাজানো হলে আবদুস সালাম মিয়ার পক্ষের লোকজন বাধা দেয় এবং একপর্যায়ে তার পক্ষের একজনকে মারধর করে। এ ঘটনায় সিদ্দিক মিয়া বাদী হয়ে আবদুস সালামসহ ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু রোববার সকালে সালাম মিয়াকে সামনে পেয়ে সিদ্দিক মিয়ার লোকজন কুপিয়ে আহত করে। পরে হোমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে সিদ্দিক মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে লাল মিয়া নিহত হন।

 

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অংশুকুমার দেব বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে অভিযানে নামবে পুলিশ।

 

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/৩১ জানুয়ারি ২০১৬/সমীর চক্রবর্তী/দিলারা/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়