ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় কালবৈশাখীতে নিহত ১

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২০ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনায় কালবৈশাখীতে নিহত ১

ফাইল ফটো

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের ওপর দিয়ে গতকাল শনিবার গভীর রাতে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে আবদুর রশিদ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শিবপুর গ্রামের নবী হোসেনের ছেলে।

 

পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও পূর্বধলা ইউএনও নূর হোসেন রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

 

এলাকাবাসী জানিয়েছে, শনিবার রাত ২টার দিকে জেলার হুগলা ইউনিয়নের শিবপুর, বিকুনীয়, মেঘশিমূল, শেওলা, পূর্ব বিকুনীয়া, পাগলাকান্দাসহ ৭-৮টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সময় শিবপুর গ্রামের আবদুর রশিদ ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঝড়ে গ্রামগুলোর অসংখ্য কাঁচা আধাপাকা ঘর বিধ্বস্ত, গাছপালা ভেঙে ও উপড়ে গেছে, ঝরে পড়ে আমের মুকুল। ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর পল্লী বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান কালবৈশাখীতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বধলা ইউএনওকে এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/নেত্রকোনা/২০ মার্চ ২০১৬/ইকবাল হাসান/দিলারা/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়