ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৫ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলায় সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দুপুরে আঘাত হানে কালবৈশাখী ঝড়।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। বিভিন্ন এলাকায় বড় উপড়ে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।

 

 

 


রাইজিংবিডি/সিলেট/৫ এপ্রিল ২০১৬/রফিকুল ইসলাম কামাল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়