ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এস আলমের প্রকল্প অফিসে পুলিশ প্রহরা

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৫ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এস আলমের প্রকল্প অফিসে পুলিশ প্রহরা

এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প অফিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাঁশখালীতে সোমবারের সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প অফিসে পুলিশ প্রহরা বসানো হয়েছে।

প্রকল্প অফিসে এলাকাবাসীর হামলার আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকেই বাঁশখালী থানার একদল পুলিশ এই প্রকল্প অফিসটি পাহারা দিচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রকল্প অফিসে পুলিশ মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, এলাকার উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রকল্প অফিসে পুলিশ অবস্থান করবে বলে ওসি জানান।

এদিকে এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদের মুখে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অনেকটা আতঙ্কে রয়েছেন। অনেকেই ইতিমধ্যে এলাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসী বিভিন্ন স্থানে পাহারা বসিয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ এপ্রিল ২০১৬/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়