ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে কালবৈশাখীর তাণ্ডব

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে কালবৈশাখীর তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

 

বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে ৩০ মিনিটব্যাপী ঝড়ের তা-বে প্রাণহানির ঘটনা না ঘটলেও লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন জনপদ। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ সময় ভূঞাপুর-ঢাকা সড়কে ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দুটি আলভেজিয়া গাছ উপড়ে পড়লে ভূঞাপুরের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম জানান, ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর আসছে। ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দুটি গাছ উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও উপজেলার নানা স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২৫ মে ২০১৬/শাহরিয়ার সিফাত/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়