ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরোধ প্রত্যাহার

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৪ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরোধ প্রত্যাহার

পোশাক শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। 

 

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরে  বিকেল ৪টায় বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিভিন্ন দাবিতে এশিয়ান এসআর গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় নিউমার্কেট থেকে স্টেশন রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৫-৬ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

 

সংঘর্ষ থামাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষের কারণে পুরো নিউ মার্কেট, কোতোয়ালি, আইস ফ্যাক্টরি রোড, স্টেশন রোড়সহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানান, এশিয়ান এসআর গ্রুপের মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে বিকেল ৪টায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ আগস্ট ২০১৬/রেজাউল/উজ্জল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়