ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন সপ্তাহের মধ্যেই ফিরবেন সালাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৩০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন সপ্তাহের মধ্যেই ফিরবেন সালাহ

ক্রীড়া ডেস্ক : কদিন আগে কাঁধে চোট পাওয়া মোহাম্মদ সালাহর রাশিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। লিভারপুলের এই ফরোয়ার্ড তিন সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল কাড়াকাড়ির সময় চোট পান সালাহ। চোট পাওয়ার পর পরদিন রোববার থেকেই শুরু হয়েছে সালাহর চিকিৎসা। তবে তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল।

মিসর দলের চিকিৎসক সম্প্রতি সালাহর সঙ্গে দেখা করেছেন। বুধবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, সালাহকে তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে না।

আগামী ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিসরের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ রাশিয়া এবং সৌদি আরব। ১৯ জুন রাশিয়ার বিপক্ষে ও ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে খেলবে মিসর।

১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে মিসর। আফ্রিকার এই দেশটির সব স্বপ্ন সালাহকে ঘিরেই।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়