ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অতিবৃষ্টিতে ভাঙল ব্যাঙের সংসার

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অতিবৃষ্টিতে ভাঙল ব্যাঙের সংসার

বিনোদন ডেস্ক: প্রথা মেনে বর্ষা মৌসুম শুরুর আগে ধুমধাম করে দুই ব্যাঙের বিয়ে দিয়েছিল ভারতের মধ্য প্রদেশের ইন্দ্রপুরীর বাসিন্দারা। বেশ ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই তাদের সংসারে ভাঙন ঘটছে।

তবে নিজেদের মধ্যে কোনো কোলাহলের কারণে নয়, অতিবৃষ্টিই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের দাম্পত্য জীবনে। যার শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে।

ভারতের মধ্যপ্রদেশে গত কয়েক দিনে তুমুল বর্ষণে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ইতোমধ্যে অনেক ঘরবাড়ি ও ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে ক্ষতিগ্রস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটাবেন। তারা ধারণা করছেন এর ফলে বৃষ্টি ও বন্যার প্রকোপ কমবে। 

ব্যাঙের বিচ্ছেদের আয়োজন করেছে ওম শক্তি শিব মন্ডল নামের একটি সংগঠন। এর এক সদস্য ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘বর্ষা মৌসুমের মঙ্গল কামনা করে গত ১৯ জুলাই ব্যাঙ দুটির বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু এই রাজ্যে এখন বন্যা দেখা দিচ্ছে। দেবতা ইন্দ্রকে খুশি করতে এখন ব্যাঙ দুটিকে আলাদা করা হচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়