ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাকিমপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত

হালিম আল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাকিমপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি

উপজেলা প্রতিবেদক
হিলি (দিনাজপুর), ২১ ফেব্রুয়ারি : হাকিমপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়।

রাত বারোটা এক মিনিট বাজার সাথে সাথে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের শহীদ বেদিতে প্রথমেই হাকিমপুর উপজেলা প্রশাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস,এম আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে জাতীর শ্রেষ্ঠ সন্তানেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মুন্সির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুশপিকুর রহমান চেীধুরীর নেতৃত্বে বিএনপির একটি দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাদের সহযোগী সংগঠন সমুহ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর পরই জাতীয় পার্টি, জাসদসহ হিলির বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, পানামাপোর্ট, কুলি শ্রমিক ইউনিয়ন, ট্রাক বন্দোবাস্তকারীও ট্রাক মালিক গ্রুপ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ৯ টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহরুল ইসলামের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিতহয়।

এতে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) শাহিনুর রেজা শাহীন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পারুল নাহার, হাকিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, হাকিমপুর মহিলা ডিগ্রি  কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহামন লিটন, যুগ্মসাধারন সম্পাদক এজাজ আহম্মেদ চৌধুরী ছোটন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন উর রশীদ হারুন প্রমুখ।

আলোচনা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশ নেন।    


রাইজিংবিডি / হালিম আল / রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়