ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুনামগঞ্জে নিউমোনিয়ায় ৪ শিশুর মৃত্যু

হিমাদ্রি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৯ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে নিউমোনিয়ায় ৪ শিশুর মৃত্যু

মায়ের কোলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে চার শিশু মারা গেছে।

এরা হলো মীম (২ মাস), প্রতীত (এক মাস), মুসলিমা (দেড় মাস) ও শিহাব (দেড় মাস)। সুনামগঞ্জ সদর হাসাপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গত ৩ জানুয়ারি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৫১ জন শিশু ভর্তি হয়েছে। দোয়ারাবাজার উপজেলার হাজারিগাঁও গ্রামের অমরচান দাসসহ অনেক অভিভাবকের অভিযোগ, শয্যা ও ওষুধ সঙ্কটের কারণে শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

জরুরি ভিত্তিতে হাসপাতালে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান চিকিৎসাসেবা নিতে আসা রোগীর অভিভাবকরা।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন জানান, শয্যার তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ। ফলে ওয়ার্ডের মেঝেতে আলাদা বেড পেতে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলেও জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে।

 

 

রাইজিংবিডি/সুনামগঞ্জ/৯ জানুয়ারি ২০১৫/হিমাদ্রি/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়