ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ফরিদপুরে ছাত্র সমাবেশ

মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৩ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ফরিদপুরে ছাত্র সমাবেশ

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুর প্রতিনিধি : ‍সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে রোববার ফরিদপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

দীর্ঘ এক যুগ পর ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা ছাত্রলীগ আয়োজিত ওই সম্মেলনে ৩০ হাজার ছাত্র সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

 

শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

 

মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ বাবু, জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, নিশান মাহমুদ শামীম ও মোয়াজ্জেম মিয়া উপস্থিত ছিলেন।

 

ছাত্র সমাবেশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ সমাবেশের উদ্বোধন করবেন।

 

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত সিকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত থাকবেন।

 

 



রাইজিংবিডি/ফরিদপুর/২৩ মে ২০১৫/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল/এএন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়