ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সেন্টমার্টিনে ডুবে যাওয়া ট্রলার থেকে ইয়াবা উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২৩ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্টমার্টিনে ডুবে যাওয়া ট্রলার থেকে ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলবর্তী সাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

শনিবার বেলা ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান, কোস্ট গার্ডের পূর্ব-জোনের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার দরুল হুদা।

 

কোস্ট গার্ডের কর্মকর্তা দরুল হুদা রাইজিংবিডিকে জানান, ২০ মে গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবা বহনকারী একটি ট্রলার এসে সের্ন্টমাটিনের পূর্বে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত অপর একটি ট্রলারে পার করে দেয়। এর কিছুক্ষণ পর জলদূস্যরা একটি ট্রলার নিয়ে এসে তাদের ধাওয়া করে। এতে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জলদূস্যরা গুলি ছুড়ে।

 

ট্রলারটি ফুটো হওয়ায় ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া ট্রলারে থাকা আটজন মাঝিমাল্লা সাগরে ভাসতে থাকলে স্থানীয় ফিশিং ট্রলারের লোকজন তাদের উদ্ধার করে।

 

তিনি জানান, স্থানীয় জেলেদের সহায়তায় শুক্রবার সন্ধ্যায় ডুবে যাওয়ার ট্রলারটি রশি দিয়ে টেনে সের্ন্টমাটিন ঘাটে নিয়ে আসে।

 

পরে শুক্রবার রাতে সের্ন্টমাটিন স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি জব্দ করে । শনিবার সকালে ডুবে ট্রলারে তল্লাশি চালিয়ে  ড্রামের ভেতর থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করে।

 

এ ব্যাপারে খোঁজখবর নিয়ে উদ্ধার করা ইয়াবা বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

 

এর আগে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই ভাইকে আটক করে।

 

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/২৩ মে ২০১৫/সুজাউদ্দিন রুবেল/রণজিৎ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়