ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় ১৫টি প্রতিমা ভাঙচুর

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ১৫টি প্রতিমা ভাঙচুর

ফাইল ফটো

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি মন্দিরের ১৫টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে নবনির্মিত এই প্রতিমাগুলো ভাঙচুর করা হয়।

 

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি অমিত সোম ঘোষ বলেন, ‘কিছুদিন পরেই দুর্গাপূজা। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। রংয়ের কাজ চলছিল। গতরাতেও আমরা এখানে ১১টা পর্যন্ত ছিলাম। চলে যাওয়ার পর দুর্বৃত্তরা প্রতিমাগুলোর কোনটির হাত, কোনটির মাথা ভেঙে দিয়েছে। সকালে এসে দেখি এই অবস্থা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

 

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/৭ অক্টোবার ২০১৫/এম.শাহীন গোলদার/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়