ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাহবুবের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রুল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ৬ অক্টোবর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মাহবুবের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রুল

ফাইল ফটো

আদালত প্রতিবেদক
ঢাকা, ৬ অক্টোবর: ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না- মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। পাশাপাশি আগামী ২১ অক্টোবর লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে।

রোববার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনাল বলেন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন একজন প্রবীণ আইনজীবী। তিনি উচ্চ পদে আসীন আছেন। পদমর্যাদার কথা বিবেচনা করে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল এ আদেশ দিলেন।

সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মাহবুব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে মঙ্গলবার বিভিন্ন মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে বিচারের নামে যারা প্রহসনের সঙ্গে জড়িত আগামীতে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এলে তাদের বিচার হবে।

বুধবার প্রসিকিউশন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ আনলে শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রোববার আদেশের দিন ধার্য করেন।

রাইজিংবিডি/টিএইচ/ডিএইচ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়