ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরকে ২৪৪ রানের টার্গেট দিল রাজশাহী

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরকে ২৪৪ রানের টার্গেট দিল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন এলইডি টেলিভিশন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে জয়ের জন্য রংপুর বিভাগকে ২৪৪ রানের টার্গেট দিয়েছে রাজশাহী বিভাগ।

জবাবে ব্যাট করতে নেমে ৫ ওভারে বিনা উইকেটে ২২ রান তুলেছে রংপুর। দিনের খেলার এখনও ৫১ ওভার বাকি আছে।

প্রথম ইনিংসে ১৯১ রান করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪০৩ রানে ইনিংস ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার ৩ উইকেটে ৩১৩ রানে দিন শেষ করে রাজশাহী। মাইশুকুর রহমান ১৪৯ ও জহুরুল ইসলাম অমি ৪১ রানে শুক্রবার শেষ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই দেড়শ রানের স্বাদ নেন মাইশুকুর। কিন্তু পরবর্তীতে ইনিংস বড় করতে পারেননি। ১৬০ রানে অলাউদ্দিন বাবুর বলে মোহাম্মদ সাদ্দামের হাতে ক্যাচ দেন ডানহাতি এ ওপেনার।

অধিনায়ক জহুরুল ইসলাম অমি ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে হাফসেঞ্চুরির স্বাদ নেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৩৭৩ রানে জহুরুল ইসলাম (৭৩) সাদ্দামের বলে আউট হন। ক্রিজে আসা ফরহাদ রেজাকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি সাদ্দাম। এরপর মুক্তার আলী ১৪ ও সাঞ্জামুল ইসলামের ১০ রানে চারশ রান অতিক্রম করে রাজশাহী। শেষ ব্যাটসম্যান হিসেবে মুক্তার আলী আউট হলে ইনিংস ঘোষণা করে রাজশাহী।

বল হাতে আলাউদ্দিন বাবু ও মোহাম্মদ সাদ্দাম ২টি করে উইকেট নেন।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়