ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুদ্ধদিনের কথা বলবেন মামুনুর রশীদ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধদিনের কথা বলবেন মামুনুর রশীদ

বিনোদন প্রতিবেদক: গুণী নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃত। একাধারে একজন নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘যুদ্ধদিনের কথা’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে যুদ্ধ চলাকালীন ইতিহাস বলবেন মামুনুর রশীদ। এসময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা নীনা।

বেসরকারি টেলিভিশন জিটিভিতে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে বিশেষ এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক খান ও সাইফুল ইসলাম সাইফ। এ ছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিটিভি আয়োজন করেছে দিনব্যপী বিশেষ অনুষ্ঠানমালা।

এদিন সকাল ১০টা ১৫মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে বাংলা  সিনেমা ‘সিপাহী’। কাজী হায়াতের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, রাজীব। রাত ৯টায়  প্রচার হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতার প্রতিধ্বনী’।অনুষ্ঠানে ক্র্যাক প্লাটুন নিয়ে কথা বলবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং হাবিবুল আলম (বীর প্রতীক)। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক খান ও সাইফুল ইসলাম সাইফ।  রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বধ্যভূমির ইতিকথা’।  এইচ এ এম রাজনের প্রযোজনায়  অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জহির রায়হান পুত্র বিপুল রায়হান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়