ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এই ইন্ডাস্ট্রিতে তেল সবাই দেয়’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এই ইন্ডাস্ট্রিতে তেল সবাই দেয়’

রুদ্রনীল ঘোষ

বিনোদন ডেস্ক : কলকাতার দর্শকপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। ২০০৫ সালে ‘দিন প্রতিদিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন এই অভিনেতা। তারপর ‘কাঁটাতার’, ‘তিন ইয়ারির কথা’, ‘কালবেলা’, ‘থানা থেকে আসছি’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘খাদ’, ‘রাজকাহিনী’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন রুদ্রনীল।

এই অভিনেতা চরিত্রের প্রয়োজনে নানাভাবে নিজেকে ভেঙেছেন। চরিত্রাভিনেতা হিসেবে বহুবার নিজের প্রমাণ দিয়েছেন। তবে আজকের রুদ্রনীল এক দিনে তৈরি হননি। রুদ্রনীলের ভাষায়, তিনি দর্শকের প্রতি দায়বদ্ধ। তাই তো যেদিন তার মা মৃত্যুবরণ করেন সেদিনও স্টেজ শো করতে গিয়েছিলেন এই অভিনেতা। অভিনয়ের ভালো সুযোগ না পেয়ে এক সময় চিত্রনাট্য রচনা করে আয় রোজগার করতেন তিনি। কিন্তু চিত্রনাট্যে তার নাম দেওয়া হতো না।

অভিনয় ক্যারিয়ারে স্ট্রাগলের স্মৃতিচারণ করে রুদ্রনীল বলেন, ‘তখন আর কোনো বিকল্প পথ ছিল না। বড় চরিত্রে অভিনয় করতে গেলে ফর্সা এবং লম্বা হওয়া জরুরি ছিল। হাঁটতে গেলে হোঁচট খেতেই হবে। হাত-পা কাটবে। কষ্ট হবে। চোখের জল পড়বে। এই চোখের জল প্রয়োজন ছিল। তাই জীবনকে চিনতে পেরেছি।’

ব্যক্তিগত জীবনে রুদ্রনীল মুখের ওপর কথা বলতেই বেশি পছন্দ করেন। এক প্রশ্নের উত্তরে রুদ্রনীল ঘোষ বলেন, ‘যাদের মুখের ওপর কথা বলি তারা আমার প্রকৃত বন্ধু। তাদের সম্পর্কে দ্বিধাগ্রস্ত হই না। শিক্ষিত, বিচক্ষণ মানুষের যথাযথ সমালোচনা করলে তারা খুশি হন। সবসময় প্রশংসা করলে মনে হবে তাদের স্তাবকতা করছি। আর এই ইন্ডাস্ট্রিতে তেল সবাই দেয়। পদ্ধতি অনেক রকমের হয়। কেউ এক বালতি দেয় আর আমি এক মগ দিই।’




রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়