ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপি ছাড়লেন মনির খান

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি ছাড়লেন মনির খান

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেয়ে বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রাক্তন সাধারণ সম্পাদক মনির খান।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

মনির খান বলেন, ‘সঙ্গীত কর্মকাণ্ডের পাশাপাশি আমি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বেগম খালেদা জিয়া নির্দেশে আমার নির্বাচনী এলাকায় কাজ করি। আমি সবসময় এলাকায় সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের পাশে থেকে আমার নির্বাচনী এলাকার জনগণকে ঐক্যবদ্ধ করেছি।’

নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আজ বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো। এমতাবস্থায় আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাকার হয়ে আমি বিএনপির সকল সাংগঠনিক পদ পদবি থেকে ইস্তফা দিলাম।’

মনির খান বলেন, ‘আমি জনগণের দাবিতে, আমার ভক্তদের দাবিতে রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সঙ্গীতচর্চা শুরু করব। মাঝখানে যে কটা দিন, যে কটা বছর রাজনীতির সঙ্গে সংযুক্ত হবার পর কেটে গেছে, এটি আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিল। আমার ভুল ছিল। এই ভুলের জন্য আমি বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আর কখনোই বিএনপিতে ফিরব না। আমি আমার নিজ জীবন এবং সঙ্গীতচর্চা নিয়ে থাকব।’



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়