ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মনে হয় আমার সন্তানেরা ফিরে এসেছে’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মনে হয় আমার সন্তানেরা ফিরে এসেছে’

বিনোদন ডেস্ক : টলিউড সিনেমার গুণী পরিচালক কৌশিক গাঙ্গুলি। অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার নির্মিত ‘বিসর্জন’ সিনেমাটি গত বছরের এপ্রিলে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার আবির চ্যাটার্জি। সেরা বাংলা সিনেমা বিভাগে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এটি। শুধু তাই নয়, বক্স অফিসেও সফলতা লাভ করে সিনেমাটি।

এখন ‘বিসর্জন’-এর সিক্যুয়েল নির্মাণ করছেন কৌশিক গাঙ্গুলি। ‘বিজয়া’ নামে এ সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান ও আবির চ্যাটার্জি। ‘বিসর্জন’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে ‘বিজয়া’ সিনেমার গল্প। আগামী ৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, ‘বিসর্জন’-এর ট্রিলজি বানানোর কথা ভাবছেন পরিচালক। এ প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘‘আসলে ‘বিসর্জন’-এর চারটি পার্ট আছে। ‘বিজয়া’-এর পরেও চমৎকার একটি গল্প রয়েছে। যার পুরো কাজ বাংলাদেশে হবে। তবে এখনো নাম ঠিক করিনি। এক বছর পর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘লোকে সাহিত্য নির্ভর ফ্র্যাঞ্চাইজি করে, আমি ভাবলাম নিজের তৈরি একটি ফ্র্যাঞ্চাইজি করব! ‘বিসর্জন’ দৃষ্টান্তমূলক সাফল্য পেয়েছিল বলেই বিজয়ার বাকি গল্প বলার সাহস বেড়ে গিয়েছে। ইছামতীর ধারে যে চরিত্রগুলো শেষ হয়ে গিয়েছিল তারা এমন সুন্দরভাবে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে, মনে হয় আমার সন্তানেরা ফিরে এসেছে। চরিত্রগুলোর সঙ্গে কোথাও একাত্ম হয়ে গিয়েছি।’’




রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়