ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘সচেতন হলে ডায়াবেটিস রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সচেতন হলে ডায়াবেটিস রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন’

নিজস্ব প্রতিবেদক : ডায়াবেটিস রোগীদেরকে যদি প্রথমদিকে চিহ্নিত করা হয়, তাহলে তারা ডাক্তারের পরামর্শে শুধু সচেতনতার মাধ্যমে অনেক দিন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

বুধবার রাজধানীর মান্ডার আমিন মোহাম্মদ সিটিতে ডায়াবেটিস সচেতনতা বিষয়ে এক পথসভায় সমাজকর্মী মাজহারুল ইসলাম এ কথা বলেন।

তিনি আরো বলেন,  প্রতিটি মানুষের সুস্থ থাকা অবস্থায় প্রতি বছর তিন থেকে চারবার সুগার টেস্ট করা প্রয়োজন। এজন্য সমাজে ঐক্যবদ্ধ হয়ে সবার মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি আরো বলেন, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আমরা কোনোরকম কষ্ট করতে আগ্রহী নই। সামান্য হেঁটে যাওয়ার রাস্তা হলেও না হেঁটে রিকশা করে যাচ্ছি। অবসর সময়ে খালি জায়গায় মানসিক প্রশান্তি নিয়ে হাঁটি না। অফিস, সংসার, ব্যবসা নিয়ে সব সময় নিজেকে ব্যস্ত রাখছি। মোবাইল সেটকে অবসর সময়ের বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি।

মাজহারুল ইসলাম বলেন, ডায়াবেটিস সম্বন্ধে নিজে জানুন, তারপর ডায়াবেটিস নিয়ে মন্তব্য করুন। না জেনে ডায়াবেটিস নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার একটি নেতিবাচক মন্তব্য ডায়াবেটিস রোগীর ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে। 



রাই‌জিংবি‌ডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়