ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

থাইরয়েড মেলা শুরু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইরয়েড মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী থাইরয়েড মেলা।

মেলায় থাইরয়েড রোগীদের কম মূল্যে সুচিকিৎসা এবং যাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে তাদের সল্প মূল্যে ও এক বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বিশ্ব থাইরয়েড দিবস ২০১৯ উপলক্ষে এ আয়োজন করেছে দ্য থাইরয়েড সেন্টার বাংলাদেশ।

বুধবার রাজধানীর ধানমন্ডির সুবাস্তু ইত্তেহাদ স্কয়ারে এ মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক থাইরয়েড বিশেষজ্ঞ ডা. এ কে এম ফজলুল বারী। এ সময় উপস্থিত ছিলেন থাইডরয়েড সার্জারি বিশেষজ্ঞ বিএসএমএমইউ এর অধ্যাপক ডা. মঞ্জুরুল আলম।

তিন দিনব্যাপী থাইরয়েড মেলায় প্রায় ৩০০ রোগীর বিনামূল্যে ও কমমূল্যে সেবার ব্যবস্থা করা হয়েছে। মেলার থাইরয়েড টিউমার ও ক্যানসারের আধুনিক চিকিৎসা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ফরিদ উল আলম।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে থাইরয়েড রোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা, সুলভ মূল্যে থাইরয়েড রোগের চিকিৎসা প্রদান, থাইরয়েডের আধুনিক চিকিৎসা বিষয়ে জনসাধারণকে অবহিত করা, থাইরয়েড স্ক্রিনিং প্রোগ্রাম।

অধ্যাপক এ কে এম ফজলুল বারী বলেন, দেশে মোট জনসংখ্যার প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছে। প্রতি ৭জন রোগীর ৫জনই মহিলা। ৩৯.১ শতাংশ মানুষ আয়োডিনের অভাবজনিত সমস্যায় ভুগছেন। আয়োডিনের অভাব তাদের ‍বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটছে না। শতকরা ১০.৫ ভাগ লোক আয়োডিনের অভাবে গয়টারে আক্রান্ত। এক সময় দেখা যাচ্ছে তাদের গলার নিচের অংশ ফুলে যাচ্ছে। শতকরা ০.১ ভাগ লোক জন্মগতভাবেই এ রোগে আক্রান্ত। এ সমস্যা থাকার কারণে তাদের বুদ্ধিবৃত্তিক ও শারিরীক বিকাশ ঘটছে না। শতকরা ২৬ ভাগ শিশু আয়োডিনহীনতায় ভুগছে। এ সকল আক্রান্ত ব্যক্তির অধিকাংশই চিকিৎসা সেবার আওতায় নেই।

অনুষ্ঠানে উপস্থিত থাইডরয়েড সার্জারি বিশেষজ্ঞ বিএসএমএমইউ এর অধ্যাপক ডা. মঞ্জুরুল আলম তার বক্তব্যে থাইরয়েডের আধুনিক সার্জারি যা এন্ডোসকপিক সার্জারি নামে পরিচিত এ বিষয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়