ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে এসসিআই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে এসসিআই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রোগীদের জন্য টেস্টটিউব বেবি ধারণের প্রযুক্তি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ), পুরুষের বন্ধ্যাত্ব, ইউরোলজি অর্থোপেডিকস্ ও ইএনটির মতো গুরুত্বপূর্ণ রোগ নিয়ে উন্নত মানের এবং সহজলভ্য চিকিৎসা সেবা পরামর্শ দিয়েছে ভারতের বিখ্যাত এসসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল।

রোববার রাতে রোটারি ক্লাবের সহায়তায় ঢাকা ক্লাবে এ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ‘হেল্থ টক’-এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে ইউরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর, বন্ধ্যাত্ব নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে ইনফারটিলিটি, আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ড. শিভানি সসদেভ গৌর, রিকনস্ট্রাকটিভ ইউরোলজি (ইউরোলজি পুনর্গঠন) নিয়ে ইরোলজি বিশেষজ্ঞ ড. গৌতম বানগা, দ্রুত শ্রবণ শক্তি কমে যাওয়ার কারণের ওপর গুরুত্ব দিয়ে ইএনটি বিশেষজ্ঞ ড. শোমেস্বর সিং এবং স্পোর্টস ইনজুরি ও অটিস্টিকের ওপর অর্থোপেডিকস বিশেষজ্ঞ ড. ভিনয় কুমার আগরওয়াল আলোচনা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে উইরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর বলেন, ‘যেসব রোগে আক্রান্ত রোগীদের জন্য এই পরামর্শ জরুরি ও প্রয়োজনীয়। আমরা মানুষের মধ্যে এই ধরনের রোগ নিয়ে সচেতনা বাড়ানোর পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ।’

আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ড. শিভানি সসদেভ গৌর বলেন, ‘ভিট্রো ফার্টিলাইজেশন বা (আইভিএফ) হলো কৃক্রিমভাবে শুক্রানুর মাধ্যমে একজন নারীর গর্ভবতী হওয়ার জন্য ব্যবহৃত একটি কৌশল। এই প্রক্রিয়ার মাধ্যমে ১ কোটি ২০ লাখেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। এ সময় বন্ধ্যাত্ব ক্লিনিকের সংখ্যা যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সাঙ্গে প্রযুক্তিও প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। প্রযু্ক্তির সঙ্গে তাল মিলিয়ে এসসিআই হাসপাতালে আধুনিক সব সরঞ্জামের মাধ্যমে সেবা প্রদান করে যা সবার কাছে ইতিবাচক চিত্র তুলে ধরেছে।’

উইরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর বলেন, ‘এসসিআই হাসপাতালে আইভিএফ এর মাধ্যমে টেস্টটিউব বেবির জন্য দুই লাখ সাড়ে সাত হাজার টাকা থেকে তিন লাখ ৩২ হাজার টাকা খরচ হয়। যদিও বাংলাদেশে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা কাটিয়ে উঠতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।’


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়