ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে ভর্তির সংখ্যা ২ হাজার ছাড়ালো

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে ভর্তির সংখ্যা ২ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল ৮ টা থেকে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২০৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগের দিন ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিলো ১৮৭০ জন। অর্থাৎ একদিনে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ১৯৫ জন।

রাজধানী এবং রাজধানীর বাইরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘন্টায় ঢাকায ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে ৯০৬ জন।

তার আগের ২৪ ঘন্টায় ঢাকায় ভর্তির সংখ্যা ছিলো ১০৫০ জন এবং ঢাকার বাইরে ৮১৭ জন। একদিনে ঢাকায় বেড়েছে ৯৮ জন এবং ঢাকার বাইরে বেড়েছে ৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৭ হাজার ৪৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ৭ হাজার ৬৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৭৬৮ জন।


রাইজিংবিডি/ঢাকা/০৫ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়