ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দৈনিক ডেঙ্গুরোগী ভর্তি পাঁচশ’র নিচে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৈনিক ডেঙ্গুরোগী ভর্তি পাঁচশ’র নিচে

দেশব্যাপী দৈনিক ডেঙ্গুরোগীর ভর্তির সংখ্যা আজ পাঁচশ’রও নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তির মোট প্রাপ্ত সংখ্যা ৪৯১ জন যার মধ্যে শুধু ঢাকায় ভর্তিসংখ্যা ১৫৯ ও ঢাকার বাইরে ভর্তিসংখ্যা ৩৩২ জন।

গত জুলাই-আগস্টে বেশ কিছুদিন দৈনিক ২৪শ জনেরও বেশি ডেঙ্গুরোগী ভর্তি হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

এদিকে, দেশের হাসপাতালগুলো থেকে ডেঙ্গুরোগীদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৮১ হাজার ৫২ জন, যা মোট ছাড়পত্রের ৯৭ ভাগ।

গত জানুয়ারি থেকে মোট ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিল ৮৩ হাজার ৪৮১ জন।

সর্বশেষ তথ্যমতে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ৯০৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে মোট ভর্তি আছে ১৩২৩ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইসিডিডিআর) থেকে প্রাপ্ত তথ্য থেকে ডেঙ্গু রোগে মোট মৃত্যুর সংখ্যা জানা গেছে। সংস্থাটির তথ‌্য মতে, ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য আসে তাদের কাছে, তবে সেখান থেকে ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে মোট ৬৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মো. মাইদুল ইসলাম প্রধান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রাইজিংবিডিকে এ তথ্য জানান।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়