ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার ব্লাড ক্যানসারের কারণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার ব্লাড ক্যানসারের কারণ

বিশ্ব সিএমএল দিবস উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ব্লাড ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জনসচেতনামূলক র‌্যালি হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের বটতলাতলা থেকে র‌্যালি বের হয়।  র‌্যালির আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বিএসএমএমইউয়ের অধ্যাপক ডা. এ বি এম ইউনুসের সভাপতিত্বে ও হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. ফখরুদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিএমএল (ক্রোনিক মাইলোজিনিয়াস লিউকেমিয়া) হলো এক ধরনের ব্লাড ক্যানসার যা কোনো জটিলতা ছাড়াই মুখে খাওয়ার ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। মূলত জিনগত ক্রটির কারণে এই রোগ হলেও ভেজাল খাদ্য, ক্ষতিরকারক বিকিরণ (রেডিয়েশন), ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার এই রোগের অন্যতম কারণ। ভেজাল খাদ্য প্রতিরোধসহ বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করা ও দুষণমুক্ত পরিবেশে মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো সম্ভব।


ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়