ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সততার সঙ্গে চিকিৎসকদেরকে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সততার সঙ্গে চিকিৎসকদেরকে কাজ করতে হবে

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসকদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার ময়মনসিংহে বাংলাদেশের একমাত্র কমিউনিটি বেসড মেডিক্যাল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমুখী স্বাস্থ্যনীতির ধারায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একবিংশ শতাব্দীর ঊষালগ্নে স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা ২০০৯ সালে শুরু হয় তা গত এগারো বছরে বিকশিত হয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। বিশ্বে তা এক মডেল, অনুসরণীয় মানদণ্ড। গত ১০ বছরে মা ও শিশুস্বাস্থ্য রক্ষায় প্রাথমিক সেবা প্রদানে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। অর্জন করেছে আন্তর্জাতিক সম্মান, পেয়েছে এমডিজি পুরস্কার, সাউথ সাউথসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সভাপতি অধ্যাপক ডা. মির্জ্জা মানজারুল হক। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, স্বাধিনতা চিকিৎসক পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান এবং জেলা প্রশাসক মিজানুর রহমান।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়