ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক‌্যানসার প্রতিরোধ, ঢাকায় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক‌্যানসার প্রতিরোধ, ঢাকায় সম্মেলন

ক‌্যানসার প্রতিরোধে সচেনতা বৃদ্ধির লক্ষ‌্যে রাজধানীতে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে।

শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশি-বিদেশি  চিকিৎসক এবং ক্যানসার সার্ভাইভারদের অংশগ্রহণে  এ সম্মেলন হয়।

এতে আলোচকরা ক্যানসার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জীবনযাত্রায় ঝুঁকিপূর্ণ আচরণ পরিবর্তনের আহ্বান জানান। ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের পাবলিক হেলথ ফ্যাকাল্টি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগ।

অধ্যাপক ডা. এম এ হাইয়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব‌্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য প্রফেসর ডা. ফরিদুল আলম, মুম্বাইয়ের ঢাঢা মেমোরিয়ার সেন্টারের ক্যানসার  প্রতিরোধ বিভাগের প্রধান প্রফেসর ডা. গোরভী মিশ্রা, ইউরো-অনকোলজিস্ট প্রফেসর ডা. এম এ সালাম, বিইউএইচএস-এর নন কম্যুনিক্যাবল ডিজিসেস বিভাগের প্রধান ডা. মিথিলা ফারুকী, ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বাংলাদেশের ডা. মোহাম্মদ মাসুমুল হক প্রমুখ।

প্রফেসর ডা. ফরিদুল আলম বলেন, অসংক্রামক ব্যাধির মধ্যে ক্যানসার অন্যতম। ধারণা করা হয়, বর্তমানে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় এক লাখ ৫০ হাজারের অধিক মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

ডা. এম এ হাই বলেন, এক তৃতীয়াংশ ক্যানসার প্রতিরোধযোগ্য। দৈনন্দিন জীবনযাত্রার কিছু ঝুঁকিপূর্ণ আচরণ পরিবর্তন করলেই ক‌্যানসার প্রতিরোধ সম্ভব। অথচ সচেতনতার অভাবে প্রতিরোধযোগ্য ক্যানসারের হার ক্রমশ বেড়েই চলেছে।

প্রফেসর ডা. গোরভী মিশ্রা বলেন, ভারত ও বাংলাদেশের ক্যানসার রোগের চিত্র প্রায়ই একই ধরনের। আশা করছি ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধে আমরা একসাথে কাজ করতে পারব।


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়