ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রান্স ফ্যাটে বছরে মারা যায় ৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রান্স ফ্যাটে বছরে মারা যায় ৫ লাখ মানুষ

ট্রান্স ফ্যাটযুক্ত খারাব রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এতে মানুষ অসুস্থ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রতি বছর ট্রান্স ফ্যাটের কারণে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয় : ভোক্তা পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

এ আলোচনা সভার আয়োজন করে কনজ্যুমারস অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, প্রজ্ঞা, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। সভায় বক্তব্য দেন বিএসটিআইর মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবা কবির, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক প্রমুখ।

বক্তারা বলেন, সাধারণত ভাজা-পোড়া ও বেকারি খাবারে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাট থাকে। ভেজিটেবল অয়েলের (পাম, সয়াবিন) সাথে হাইড্রোজেন যুক্ত করলে তেল জমে যায় এবং ট্রান্স ফ্যাট উৎপন্ন হয়। এই পারশিয়ালি হাইড্রোজেন অয়েল বা পিএইচও দেশে ডালডা বা বনস্পতি ঘি নামে পরিচিত। ভাজা-পোড়া খাবারে একই তেল উচ্চ তাপমাত্রায় বার বার ব্যবহারের কারণে খাদ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়।

বক্তারা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন ব্যক্তির দৈনিক ট্রান্স ফ্যাট গ্রহণের পরিমাণ হওয়া উচিত ১ শতাংশের কম অর্থাৎ দৈনিক ২ হাজার ক্যালোরি ডায়েটে তা হতে হবে ২ গ্রামের চেয়েও কম।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতে ভোক্তা অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে নয় দফা দাবিসম্বলিত ভোক্তা দাবিনামা তুলে দেয়া হয়।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়