ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, দেশের যেন এই ভাইরাস না ছড়ায় তাই বিমানবন্দরে এত দিন শুধু চীন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হয়েছিলো; এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে বিমান, রেল, সড়ক বা নৌপথে কেউ আসলে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস চীনে মহামারি আকার ধারণ করলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ আক্রান্ত হয়নি। দেশের বিভিন্ন হাসপাতাল ও গ্রামেগঞ্জে এ ব্যাপারে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম ইসলাম মানিক মোল্লা, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরিফুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়