ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা বিষয়ে হটলাইনে ফোন দিতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা বিষয়ে হটলাইনে ফোন দিতে আহ্বান

ফাইল ফটো

করোনা নিয়ে গুজব না ছড়ানো এবং গুজবে কান না দিয়ে আইইডিসিআর-এর হট লাইনে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশ-বিদেশের বরাত দিয়ে নানা গুজবের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক গণমাধ্যমে এর উদ্বেজনক প্রসার ঘটছে। এ ধরনের গুজবের পরিণতিতে সাতক্ষীরায় একজন সন্দেহজনক রোগীর মায়ের দুঃখজনক মৃত্যু ঘটেছে।

‘শুধু তাই নয়, কোনো কোনো স্থানে স্থানীয় জনসাধারণের মধ্যে এর ফলে অস্থিরতা সৃষ্টি হয়েছে। চীন ও সিঙ্গাপুর ফেরত কোনো কোনো যাত্রীর ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়েছে। এতে প্রভাবিত হয়ে কোনো কোনো স্থানে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী চীন ও সিঙ্গাপুর ফেরত যাত্রীদের প্রতি জবরদস্তি আচরণ করছে।”

‘গুজব এবং জবরদস্তি দুটোই সম্ভাব্য রোগী সনাক্তে বাধার সৃষ্টি করবে এবং সন্দেহজনক রোগীরা তথ্য ও অবস্থান গোপন করবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা COVID-১৯ রোগী সনাক্তে জনস্বাস্থ্য কর্তৃপক্ষের চেষ্টাকে হুমকির মুখে ফেলবে। আমরা সংশ্লিষ্ট সবাইকে সর্বপ্রথম আইইডিসিআর হটলাইনে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি।’

দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক COVID-১৯ আক্রান্ত দুই ব্যক্তির নমুনা পরীক্ষা করে হয়েছে। তাদের নমুনাতে COVID-১৯ ভাইরাস পাওয়া যায়নি।’

আইইডিসিআর-এর চারটি হটলাইন নম্বর চালু আছে। সেগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ এবং ০১৯৩৭১১০০১১।



ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়