ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা রোগীদের জন‌্য প্রস্তুত ১৫০ আইসিইউ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রোগীদের জন‌্য প্রস্তুত ১৫০ আইসিইউ

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অবস্থা ক্রিটিক্যাল হবে, তাদের জন্য সারাদেশে ১৫০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র  (আইসিইউ) প্রস্তুত রেখেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর সম্মেলন কক্ষে  আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানান সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, ‘আইসিইউ সাপোর্টের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে এবং হচ্ছে।  ঢাকা শহরের বেশ কিছু জায়গায় আইসিইউ প্রতিষ্ঠা করা হয়েছে।  আরও কিছু আইসিইউ পুর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করা হচ্ছে।  এগুলো বিশেষভাবে কোভিড-১৯-এর জন্য রাখা হবে।  আমাদের হাসপাতাল শাখা থেকে পাওয়া তথ্যানুযায়ী ১৫০-এর মতো আইসিইউ প্রস্তুত আছে।’

করোনা রোগী সনাক্তে পরীক্ষার সক্ষমতা রয়েছে উল্লেখ করে ফ্লোরা বলেন, ‘সন্দেহপ্রকাশ করার কোনো অবকাশ নেই।  দিনে ১ হাজার পরীক্ষা করতে পারি। কীটের ফ্লো যেন ঠিক থাকে, সে ব্যবস্থা রাখা হয়েছে।  প্রতিদিন খরচ হচ্ছে এবং আবার যোগও হচ্ছে।’

এরআগে সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে করোনা রোগীর চিকিৎসায় ১৩৫০ শয্যা প্রস্তুত রয়েছে।

 

ঢাকা/সাওন/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়