ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক লাখ কিট দেবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক লাখ কিট দেবে গণস্বাস্থ্য

ফাইল ফটো

সরকার অনুমতি দিলে এক মাসের মধ্যে এক লাখ করোনা ভাইরাস টেস্টিং কিট বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার (১৭ মার্চ) গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের স্যাম্পল বানানোর অনুমতি দেওয়া হয়েছে। কাঁচামাল আমদানি করতে ইতোমধ্যে এলসিও খোলা হয়েছে। গ্রেট ব্রিটেন থেকে আমরা কাঁচামাল নিয়ে আসব।’

তিনি বলেন, ‘‘আমাদের অনুমোদন দেওয়া হলে এক মাসে সাশ্রয়ী মূল্যে এক লাখ করোনা ভাইরাস টেস্টিং কিট বাজারে দিতে পারব।

‘আমরা চীন থেকে কাঁচামাল আমদানি করতে চেয়েছিলাম। কিন্তু তারা এখন বাণিজ্যিকভাবে কাঁচামাল দিতে পারবে না। এজন্য আমরা ব্রিটেনের দারস্থ হয়েছি।”

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেড কোভিড-১৯ শনাক্তে একটি কিট তৈরির জন‌্য কাঁচামাল আমদানি করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে।

এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ দক্ষতাসম্পন্ন একটি দল গত ফেব্রুয়ারি থেকে কিট তৈরি ও উৎপাদনের জন্য কাজ করছে। এ দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল।


ঢাকা/নূর/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়