ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিটফোর্ডে মাস্ক সংকট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিটফোর্ডে মাস্ক সংকট

ফাইল ফটো

মাস্ক সংকট দেখা দিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে। এ কারণে কর্মকর্তা, রোগী ও তাদের স্বজনদের নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ রশিদ এ নোটিশ দেন।

তাতে বলা হয়, হাসপাতালটিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই হাসপাতালের সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সাথে জড়িত সবার মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের পক্ষ থেকে সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না।

আরও বলা হয়, এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সবাইকে নিয়ে নিজ উদ্যোগে মাস্ক পরার জন্য অনুরোধ করা হলো।


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়