ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিকিৎসক, ২ নার্স করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসক, ২ নার্স করোনায় আক্রান্ত

ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ছয় জন করোনায় আক্রান্তের খবর জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এখন পর্যন্ত দেশে ৩৩ জন করোনায় আক্রান্তের খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। এই ৩৩ জনের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে তিনি জানান, ৩৩ জনের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন তিন জন। এ পর্যন্ত ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, নতুন আক্রান্ত ছয় জনের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী।

এর আগে সকালে সংবাদ সম্মেলনে বিএমএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক জানান, আক্রান্ত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শারীরিকভাবে অনেক ভালো আছেন।


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়