ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোগীশূন্য হাসপাতাল, দেখা মেলে না ডাক্তারেরও

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোগীশূন্য হাসপাতাল, দেখা মেলে না ডাক্তারেরও

করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে রোগী শূন্য হয়ে পড়েছে ঝালকাঠি সদর হাসপাতাল।

আর রোগী না থাকায় এবং নিজ নিরাপত্তার অভাবে চিকিৎসকরাও আসছেন না হাসপাতালে। কর্তৃপক্ষের ধারণা, সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বেড়ে যাওয়াতেই হাসপাতাল রোগী শূন্য।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের বহিঃ বিভাগে কোন রোগীর আনাগোনা নেই। সেখানকার চিকিৎসকদের রুমগুলোও তালা বন্ধ। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার।

স্বাভাবিক সময়ে যেখানে ৩০০ হতে ৪০০ রোগীর ভিড় থাকতো, সেখানে এখন শূন্য খা খা। বর্তমানে গোটা হাসপাতালটিতে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ।

তবে নীচ তলায় জরুরী বিভাগে মাঝে মধ্যে কাটা ছেড়ার কিছু রোগী আসছেন যাদের ব্যান্ডেজ ও সেলাই না করলেই নয়। জরুরী বিভাগে হাসপাতালের স্টাফরা সেলাই ও ব্যান্ডেজ এর কাজ সম্পন্ন করছেন।

দ্বিতীয় তলায় ওয়ার্ডগুলো ফাঁকা পরে আছে। তবে ২/৩ জন নার্সকে সেখানে অলস সময় পার করতে দেখা গেছে।

এখানকার দায়িত্বরত এক নার্স বলেন, ‘রোগী নেই তাই এখন বাসা থেকে আসি আর যাই।রোগীর সেবার সময়টুকুতে এখন আসবাব পাহারা দিচ্ছি।'

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আবুয়াল হাসানের কক্ষটিও তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার বলেন, ‘আতঙ্কে রোগীরা হাসপাতালে আসছে না। তবে কোন রোগী আসলে তাকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে। এখনও কিছু রোগী ভর্তি আছে।'

 

অলোক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়