ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুর্গম পাহাড়ে শিশুদের টিকা দেবে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্গম পাহাড়ে শিশুদের টিকা দেবে বিমান বাহিনী

খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় সাড়ে ১১ হাজার শিশুকে টিকা দেবে বিমান বাহিনী।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিমান বাহিনীর ১০ সদস্যের একটি দল হেলিকপ্টারে করে ওই স্থানের উদ্দেশে রওয়ানা হয়।

আইএসপিআর-এর সহকারী পরিচালক মো. নূর ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সবসময় সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগের ‘ ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারের মাধ‌্যমে বৃহস্পতিবার ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা থেকে নিউ থাংনাং পাড়া রওনা হয়।

খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে প্রায় সাড়ে ১১ হাজার শিশুকে টিকা দেওয়ার জন্য এই দলটি গিয়েছে।

করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ রাঙামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।


ঢাকা/সাওন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়