ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় ক্ষতিগ্রস্তদের ২৭ কোটি টাকা সহায়তা করেছে পিকেএসএফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ক্ষতিগ্রস্তদের ২৭ কোটি টাকা সহায়তা করেছে পিকেএসএফ

মহামারি করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের ২৭ কোটি টাকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থাগুলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

যেখানে বলা হয়, সরকার-নির্দেশিত অত্যাবশ্যক স্বাস্থ্যবিধি মেনে পিকেএসএফের সংস্থাগুলো সংকটপীড়িত মানুষকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।  নিজস্ব উদ্যোগে এরইমধ্যে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের সহায়তাও দিয়েছে। এর মধ্যে সহযোগী সংস্থাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ (প্রায় ৩.৩৫ কোটি টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে। সংস্থাগুলো এক লাখ ৩৪ হাজারের বেশি পরিবারের মধ্যে প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকার জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এছাড়া এ পর্যন্ত প্রায় ১২ দশমিক ৩৭ কোটি টাকা ব্যয়ে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (যেমন- হ্যান্ড গ্লাভস, সাবান, স্যানিটাইজার, মাস্ক, পিপিই) বিভিন্ন ব্যক্তি ও সেবাদানকারীদের মধ্যে বিতরণ করেছে সংস্থাগুলো।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়