ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালুর নির্দেশ

দেশের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, গত ৪ এপ্রিল দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা প্রদানের জন্য আদেশ জারি করা হয়েছিল। সে আদেশ বাতিল করে আগের মতো যথানিয়মে হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকসমূহ পরিচালিত হবে।

দেশে করোনা পরিস্থিতির কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে (সকাল আটটা থেকে দুপুর ১২টা) চালু রাখার আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে আগের মতো যথাযথ নিয়মে (সকাল আটটা থেকে দুপুর আড়াইটা) বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।

এদিকে, রোববার (৩১ মে) থেকে ৬৬ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে খুলছে সরকারি-বেসরকারি অফিস।

 

ঢাকা/মামুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়