ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা চিকিৎসায় উত্তরায় ৩০০ শয্যার হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা চিকিৎসায় উত্তরায় ৩০০ শয্যার হাসপাতালের যাত্রা শুরু

ঢাকার উত্তরায় ৩০০ শয্যার জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে অনলাইনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এর উদ্বোধন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা) মো. আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজের সিচুয়েশনে সভাপতি এম এ মুবিন খান এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

হাসপাতালটি ৩০০ শয্যা বিশিষ্ট।  এর মধ্যে ২৪০ টি ওয়ার্ড বেড, ১২টিআই সিইউ বেড, ১২টি এইচ-ডি-ইউ বেড এবং ৩৬ টি আইসোলেশন ক্যাবিন আছে।

জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্বক্ষণিক রোগীর বর্তমান অবস্থা স্বজনেরা অনলাইনে জানতে পারবেন। কৃত্তিমভাবে নেগেটিভ প্রেশার তৈরির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণের সুব্যবস্থা, নিজস্ব ক্যাম্পাসে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্টের রিপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।



সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়