ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিপিএসের ভুলে গাড়িসহ লেকের পানিতে নারী

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিপিএসের ভুলে গাড়িসহ লেকের পানিতে নারী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : যত দিন যাচ্ছে মানুষের জীবনযাপন তত বেশি প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। তবে প্রযুক্তি যে সব সময় প্রত্যাশিত সেবা দেবে, এমনটা সব সময় না-ও হতে পারে।

 

প্রযুক্তির ওপর বিশ্বাস করে বিপাকে পড়ার তেমনই একটি দুঃখজনক ঘটনা সম্প্রতি ঘটেছে। কানাডার এক নারী প্রযুক্তির সেবা ব্যবহার করে সুবিধা পাওয়ার বদলে উল্টো মৃত্যুমুখে পতিত হয়েছিলেন।

 

ম্যাশঅ্যাবলের খবরে বলা হয়েছে, কানাডার ওন্টারিও প্রদেশের টোবারমোরিতে এক নারী রাতে রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত কুয়াশার কারণে সঠিক গন্তব্যে পৌঁছার দিকনির্দেশনা পেতে জিপিএস নির্ভরশীল হয়ে পড়েছিলেন।

 

কিন্তু জিপিএস তাকে ভুল রাস্তার নির্দেশনা প্রদান করায়, তিনি গাড়িসহ লেকের পানিতে গিয়ে পড়েন। সৌভাগ্যবশত তিনি জানালা দিয়ে বের হতে পেরেছিলেন। ডুবে যাওয়ার আগেই হাতব্যাগসহ ওপরে উঠে আসেন তিনি।

 

জিপিএস কর্তৃপক্ষ তাদের এ ধরনের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেনি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৬/ফিরোজ/ এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়