ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরির সেনা মোতায়েন

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরির সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে শরণার্থীদের ঢল ঠেকাতে এবার সেনা মোতায়েন করতে যাচ্ছে হাঙ্গেরি। সোমবার ক্রোয়েশিয়া সীমান্তে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির সরকার। প্রয়োজন পড়লে সেনাবাহিনী শরণার্থীদের বিরুদ্ধে অপ্রাণঘাতী অস্ত্রও ব্যবহার করতে পারবে বলে এ আইনে অনুমোদন দেওয়া হয়েছে।

 

সোমবার দেশটির সংসদের ওয়েবসাইটে নতুন এই আইনটি সম্পর্কে  বলা হয়েছে, সেনা সদস্যরা রাবার বুলেট, টিয়ারগ্যাস অথবা নেট গান ব্যবহার করতে পারবে।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথমবারের মতো হাঙ্গেরিকে শরণার্থীদের ঢল সামাল দিতে হচ্ছে। চলতি বছর দেশটিতে ২ লাখ ২০ হাজার শরণার্থী নিজেদের নাম তালিকাভূক্ত করেছে। সার্বিয়া সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইতিমধ্যে সেখানে ১৭৫ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে হাঙ্গেরি। শরণার্থীরা এরপর বিকল্প রুট হিসেবে ক্রোয়েশিয়া সীমান্ত দিয়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছে। শরণার্থীদের প্রবেশ নিয়ে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে তপ্ত বাগযুদ্ধ হয়েছে।

 

প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ‘ আমরা ক্রোয়েশিয়ার ঠেলাঠেলি সামাল দিতে পারব। তবে এর জন্য সেখানে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের যৌথ টহল প্রয়োজন পড়বে।’

 

তিনি বলেন, শরণার্থীদের সামাল দিতে ইউরোপ একটি একক সমাধানে না আসার আগ পর্যন্ত হাঙ্গেরি নিজেদের মতো করে  এ পরিস্থিতির মোকাবেলা করবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়