ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সহিংসতা ঠেকাতে হন্ডুরাসে সান্ধ্য আইন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহিংসতা ঠেকাতে হন্ডুরাসে সান্ধ্য আইন

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী সহিংসতা ও লুটপাট ঠেকাতে হন্ডুরাসে সান্ধ্য আইন জারি করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটির সেনাবাহিনী ও পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা এবাল দিয়াজ জাতীয় টেলিভিশনে বলেছেন, সশস্ত্র বাহিনী ও পুলিশ যাতে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা দমন করতে সেজন্য জনগণের সাংবিধানিক অধিকার স্থগিতের বিষয়টি অনুমোদন করা হয়েছে।’

আগামী ১০ দিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

গত রোববার হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দলীয় নেতা স্যালভ্যাদর নাসরাল্লা ফল প্রকাশের আগেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন। তিনি পাঁচ হাজার ব্যালট বাক্সের ভোট পুনঃগননার দাবি জানিয়েছিলেন। ফল ঘোষণার আগেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ ও বিরোধী জোটের প্রার্থী সালভাদর নাসরাল্লা উভয়েই নিজেদের বিজয়ী দাবি করেছেন।এর পর থেকেই দেশটিতে নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়ে।নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। লুট ও সহিংসতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়