ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাউকে এগিয়ে রাখছেন না তামিম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাউকে এগিয়ে রাখছেন না তামিম

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ‍শুরুটা দারুণ হল বাংলাদেশের। কিন্তু শেষটা রঙিন হল না। টেস্ট সিরিজের প্রথমটা দারুণ খেলল টাইগাররা। পরেরটায় ঝুঁকি নিয়ে হেরে গেল। বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা বেশ ভালো করছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা ভালো করলেও এই সিরিজে কাউকে এগিয়ে রাখছেন না তামিম। তার মতে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জয় পাবে।

তামিম বলেন, ‘গত কয়েকদিনে মনে হচ্ছে তারা ভালো করছে। তারা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণের একটি দল। কিছুটা আমাদের মতোই। আমি ওরকমভাবে বলতে চাই না যে ওরা বা আমরা এগিয়ে আছি। দুই দলই সমান সামর্থ্যের। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’

টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটি গুরুত্বপূর্ণ। দুই ব্যাটসম্যান ভালো একটা সূচনা এনে দিতে পারলে বড় স্কোর গড়া সম্ভব। উদ্বোধনী জুটির গুরুত্ব নিয়ে তামিম বলেন, ‘শুরু তো আসলে সব ফরম্যাটেই গুরুত্বপূর্ণ। হয় আমরা ব্যাটিং পার্টে ভালো স্টার্ট করি, বা বোলিং পার্টে করি। বিশেষ করে বাংলাদেশ ব্যাটিং বা বোলিং যখন ভালো শুরু করি, তার বেশির ভাগ সময় ভালো হয়। ব্যাটিং বা বোলিং, শুরুটা সব জায়গাতেই গুরুত্বপূর্ণ।’

‘ছয় মারার পর ডটবল কোনো বড় সমস্যা না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় টি-টোয়েন্টিতে শুরুটাই আমাদের জন্য কঠিন। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে আপনাকে শুরু থেকেই উইকেটটা স্যাক্রিফাইস করার জন্য তৈরি থাকতে হবে। প্রথম ছয় ওভারে আপনি মারতে গেলে আউট হতেই পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ৩০-৪০ হলে আমাদের ৬০-৭০ করতে হবে। এই জায়গাতেই আমাদের একটু ঘাটতি আছে। কারণ, সুন্দর ৩০ দিন শেষে ওই ৩০-ই। একটা ব্যাটসম্যান ওই ৩০কে ৫০-৬০ করে দিলে নিজের জন্যও ভালো, দলের জন্যও ভালো একটা প্লাটফর্ম প্রস্তুত করে দেয়। আমি মনে করি টি-টোয়েন্টিতে এমন একটা ফরম্যাট, শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন সেটা করবেন, তখন যেন সেটাকে বড় কিছু করা যায়।’ যোগ করেন তামিম।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়