ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জন্মগত শিশু হৃদরোগ ও চিকিৎসায় সেমিনার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মগত শিশু হৃদরোগ ও চিকিৎসায় সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে বুধবার ‘কার্ডিয়াক ইন্টারভেনশনাল ডিভাইস ক্লোজার অন চিলড্রেন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের ‘বিনা অপারেশনে জন্মগত হৃদরোগের চিকিৎসা কার্যক্রম’ -এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ এনামুল হক এনা। সভাপতিত্ব করেন শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে হৃদরোগীদের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। বর্তমান প্রশাসন শিশু হৃদরোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্যাডিয়াট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্ট চালু করেছে। সম্প্রতি ডিভিশন অফ হার্ট ফেইলিউর, রিহ্যাবিলিটেশন এন্ড প্রিভেনটিভ কার্ডিওলজি নামে একটি ডিভিশন চালু করেছে। শিশুসহ সকল বয়সের হৃদরোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে যত ধরণের সহায়তার প্রয়োজন বর্তমান প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়