ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস পানিতে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস পানিতে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। এতে মাক্রোবাসের চালক আহত হয়েছেন।

শনিবার সকালে হাতিরঝিল পুলিশ প্লাজাসংলগ্ন এলাকার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকালে হাতিরঝিল পুলিশ প্লাজাসংলগ্ন এলাকায় ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যায়। পরে চালক দরজা খুলে বের হয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।




রাইজিবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়