ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেসির কোচ হতে পারাটা গর্বের: সাম্পাওলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির কোচ হতে পারাটা গর্বের: সাম্পাওলি

ক্রীড়া ডেস্ক: কোপ আমেরিকা টুর্নামেন্টে চিলিকে দুর্দান্ত কিছু সাফল্য এনে দিলেও আর্জেন্টিনা কোচ হিসেবে আলো ছড়াতে পারেননি জর্জ সাম্পাওলি। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই আর্জেন্টিনা বাদ পড়ায় সমালোচনার মুখে কোচের দায়িত্ব ছাড়তে হয় তাকে। প্রিয় দলের দায়িত্ব ছাড়ার পর এবার আর্জেন্টিনা দল ও সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে মুখ খুলেছেন সাম্পাওলি।

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) ক্রমাগত চাপে জুলাইয়ে চাকরি হারান সাম্পাওলি। চাকরি হারানোর তিন মাস পর এবার মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গে সাম্পাওলি বলেন, ‘মেসির কোচ হতে পারার অভিজ্ঞটা ছিল ভীষণ রকম গর্বের। বিশেষ করে প্রতিটি ম্যাচের আগে তার দৃঢ় প্রতিজ্ঞা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমাদের হারের পর তার চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তার প্রতিজ্ঞা ছিল অন্যরকম। বিশ্বকাপে লিওর মতো আর কাউকে ভুগতে হয়নি।’

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর জাতীয় দল থেকে এখনো নিজেকে বাইরে রেখেছেন মেসি। গত দুই ম্যাচে দলের বাইরে থাকার এই মাসে ব্রাজিলের বিপক্ষে ম্যাচসহ দুটি ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। মেসি  আর জাতীয় দলে ফিরবেন কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে মেসিকে নিজের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়ে সাম্পাওলি বলেন, ‘মেসি একজন চ্যাম্পিয়ন। সবকিছুরই একটা নিয়ম রয়েছে। বিশেষ করে এমন এক বিপর্যয়ের পর, যদি তুমি(মেসি) কোপা আমেরিকা জিততে না পারো তাহলে তোমার ইচ্ছাকে শেষ হতে দিও না। তুমি জিততে পারলে কি-না এসব নিয়ে পাগলামি বন্ধ হওয়া উচিত। যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি জিতবে, সেটা দেরিতে হলেও জিতবে। কিন্তু তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে।’




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়