ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কেনিয়ায় বাস উল্টে নিহত ৫০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় বাস উল্টে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় কিসুমু যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ন্যাশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খাড়া ঢাল বেয়ে নামার সময় গাড়িটি ছিটকে গিয়েছিল।

বাসটি উল্টে যাওয়ার পর অনেকের মৃত্যু হয়েছে। আহত অনেক যাত্রী বাসটির মধ্যে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিল বলেও জানিয়েছেন তারা।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ‘বাসটির ছাদ খুলে পড়েছে।’

পুলিশ জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনাপ্রবণ এলাকাটিতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায়।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোয়েনেট বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে আমরা ৫১জন লোককে হারিয়েছি।’

কেনিয়ার মহাসড়কগুলো যান চলাচলের জন্য ভয়াবহ রকম বিপজ্জনক। নিরাপদ সড়কের দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কেনিয়া অন্যতম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/শাহেদ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়